মেয়র আরিফের সুস্থতা কামনায় দোয়া

43

স্টাফ রিপোর্টার :
মসজিদ, মন্দির ও মিশনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।  গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আরিফের সুস্থতা কামনা করে নগরীর মসজিদগুলোতে দোয়া করেন মুসল্লিরা।
জুম্মার নামাজের পর মেয়র আরিফুল হক চৌধুরীর আশু সুস্থতার জন্য মসজিদে মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র এডভোকেট সালেহ আহমদ চৌধুরী।
প্রসংগত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হবিগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়র আরিফ ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ বিভাগে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি হৃদরোগে ভুগছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।