বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে বাংলাদেশ নারী ও কিশোরীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অর্জন প্রকল্প এবং প্রজনন স্বাস্থ্য ডেঞ্জার ও এ্যডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ বাস্থবায়নেয় গতকাল বুধবার বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিডাব্লিসিসিআই এর সাধারণ সম্পাদক ফরিদা আলম এর সভাপতিত্বে ও বিডাব্লিসিসিআই সিলেট প্রশিক্ষক সুমিতা দাশ জয়া ও রোকসানা বেগম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ সিলেট ডিভিশনাল হেড মিনারা বেগম, তিনি তার বক্তেব্য বলেন এখন নারীরা বহু এগিয়ে আছে। পুরুষের পাশাপাশি নারীরাও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা আমাদের দেশের জন্য গৌরব। বাংলাদেশ নারী ও কিশোরীদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার অর্জন প্রকল্পের জন্য এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রাজিয়া বেগম। বাংলাদেশ উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে বাংলাদেশ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহযোগিতায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় প্রজনন স্বাস্থ্য ডেঞ্জার ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণে প্রকল্পভুক্ত ১০০জন নারী উদ্যোক্তার মধ্যে সর্বশেষ ব্যাচে অংশগ্রহণ করেছেন ২৫জন নারী উদ্যোক্তা। বিজ্ঞপ্তি