৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের শেষ দিনে মাওলানা জুনায়েদ বাবুনগরী ॥ আমাদের আন্দোলন এ দেশে নাস্তিকদের কবর রচনা করার

31

Untitled-198স্টাফ রিপোর্টার :
আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাতিল যখনই এসেছে, আল্লাহ তখন হককে পাঠিয়েছেন। তিনি বলেন আমাদের আন্দোলন সরকারকে নামানো বা উঠানোর জন্য নয়, আমাদের আন্দোলন হলো এদেশের নাস্তিকদের কবর রচনা করার আন্দোলন। আমাদের আন্দোলন আল্ল¬াহর জমিনে আল¬াহর আইন বাস্তবায়ন করা। তিনি বলেন, আমরা এই দেশে উড়ে এসে জুড়ে বসিনি। এদেশ স্বাধীনতায় আমাদেরও অবদান রয়েছে। রয়েছে উলামায়ে দেওবন্দের অবদান। তিনি আরও বলেন, সিলেটের আকাশ থেকে শাহজালালের আওয়াজ শুনা যায়। শুনা যায় শায়খে হুসাইন আহমদ মাদানীরও। তিনি গতকাল শনিবার রাতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ.)এর ৩ দিন ব্যাপী ৪০ সালা দস্তারবন্দীর তৃতীয় দিনে শেষ অধিবেশনে উপরোক্ত কথা বলেন।
জামেয়া মাদানীয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা শায়খ জিয়া উদ্দীন সভাপতিত্বে মহাসম্মেলনে অন্যদের মধ্যে বয়ান পেশ করেন, আওলাদে রাসূল আল্ল¬ামা আরশাদ মাদানী ভারত, আল¬ামা রফি উছমানি পাকিস্তান, আল্ল¬ামা তফজ্জুল হক হবিগঞ্জী, খলিফায়ে মাদানি আল¬ামা আং মুমিন ইমাম বাড়ী, মুফতি রশিদুর রহমান ফারুক, মাওলানা অলিপুরী প্রমুখ। তিন দিনব্যাপী এ মহাসম্মেলন গতকাল শেষ হয়।