জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ড. কাজী খলিকুজ্জামান আহমদ ॥ সৎ উদ্দেশ্য নিয়ে সকলকে কাজ করতে হবে

74

jom jom picবিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেছেন, আমাদের দেশের একটি অংশ বস্তিবাসী। শীতের দিনে এদের অবস্থা খুবই দুঃখজনক। বাংলাদেশের অর্জন যেমন রয়েছে তেমনি সমস্যাও অনেক রয়েছে। সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধান করতে হবে। এ সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক উদ্যোগ সহ ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে কাজ করতে হবে। এজন্য সকলকে সৎ উদ্দেশ্য নিয়ে সৎভাবে কাজ করতে হবে।
জমজম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বস্তির বাচ্চাদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শুক্রবার নগরীর উপশহরস্থ তের রতন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রত্যেককে মানবাধিকারের মূল বিষয়গুলোকে জানাতে হবে। প্রত্যেককে পরিষ্কার পরিচছন্নতার উপর জোর দিতে হবে। কেননা ভারতের প্রধানমন্ত্রী ঝাড়– দিয়ে জোর দেয়া শুরু করেছেন। এদেশের বড় সমস্যা হলো স্যানিটেশন। মাতৃমৃত্যুর হার আগের চেয়ে এদেশ থেকে অনেক কমেছে। প্রতিবন্ধীদের মধ্যে ৯০ শতাংশ স্কুলে যায় না। এজন্য সমাধানের পথ খুঁজতে হবে।
যমযম চ্যারিটেবল ট্রাস্ট ইউকে-এর সভাপতি মইনুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ট্রাস্টের নির্বাহী পরিচালক রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-এর ব্যাবস্থাপনা পরিচালক এম এ করিম, উপব্যবস্থাপনা পরিচালক ড. জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহেদা আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সিলেট গ্রামার স্কুলের প্রিন্সিপাল সিরাজুল ইসলাম ফারুক, লিডিং ইউনিভার্সিটির ডীন অধ্যাপক ড. তোফায়েল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, প্রবাসী নেতা ইউসুফ সেলিম, ইছবাহ উদ্দিন, ঝমঝম পরিচালক এড. সরোয়ার আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী কলামিস্ট রফিকুল ইসলাম লজু প্রমুখ। বিজ্ঞপ্তি