স্কাউট আন্দোলন জোরদার করতে হবে —- অতিরিক্ত জেলা প্রশাসক

51

OLYMPUS DIGITAL CAMERAঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল বলেছেন, স্কাউট আন্দোলনকে যদি সামাজিক আন্দোলনে রূপ দিতে স্কাউট আন্দোলন জোরদার করতে হবে। স্কাউটস গঠন করা হয়েছিল নেতৃত্ব তৈরীর জন্য। সিলেটের স্কাউটস গুলোকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব হতে হলে সকলকে কঠিন পরিশ্রমের মধ্যেমে এগিয়ে নিতে হবে।
গত ২১ ডিসেম্বর রবিবার রাতে মইন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার এর ৫ম জেলা রোভার মুট ও জাতীয় বিদ্যুৎ ক্যাম্পের মহাতাঁবু জলসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা রোভার স্কাউটস সম্পাদক ও কোর্স লিডার মবশ্বির আলীর সভাপতিত্বে ও মেট্রোপলিন ইউনিভার্সিটির রোভার লিডার শাহ মিনহাজ রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সিলেট জেলা রোভার স্কাউটের কমিশনার মোঃ জহির উদ্দিন আমিন, সিলেট জেলা রোভার স্কাউটের কোষাধ্যক্ষ ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, মদন মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাড়–য়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, আর এস এল রহিমা খাতুন, রোভার স্কাউস ম্যাট প্রতিনিধি তোফায়েল আহমদ তুহিন, রোভার হেলাল আহমদ, রোভার আলম, রোভার তানজিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট নেতা বিপুল চন্দ্র দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি