স্টাফ রিপোর্টার :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানে ধাওয়া করবে আওয়ামী লীগ।
গতকাল সোমবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ সাজিদুর রহমান বলেন, তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবর্তা বলে কুলাঙ্গারের পরিচয় দিয়েছে। অসুস্থ ও মস্তিষ্ক বিকৃত তারেক রহমান দীর্ষদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছে। সেখানে থেকে বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস বিকৃত করে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছে। এসব বক্তব্য তার মস্তিষ্ক মানসের পরিচয় ফুটে উঠেছে। লক্ষ লক্ষ প্রাবসী বাঙালিরা তার বক্তব্যের ধিক্কার জানাচ্ছে।
খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানের এই সব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের সকল শক্তি কুলেঙ্গার তারেক রহমানকে যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা তারেক রহমানকে যেখানে পাবো, তাকে সেখানেই ধাওয়া করব এবং প্রতিরোধ করবো।
তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই জিয়া পরিবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ নামক রাষ্ট্র না হলে জিয়াউর রহমান সামন্য বেতনের সেনা অফিসার হিসেবে বিদায় নিতেন। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার দূরে থাক, রাজনৈতিক নেত্রী হওয়ার সুযোগ পেতেন না বলেও মন্তব্য করেন সৈয়দ সাজিদুর রহমান।
জাতির কাছে তারেক রহমানকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানিয়েছন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুক নেতা। না হয় তার কুরুচি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মারুফ চৌধুরী, প্রচার সম্পাদক মাশুক ইবনে আনিস, মহানগর আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক জুবের খান, লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঈনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ শামীম, জগদ্বীস দাস,বিজিত চৌধুরী, জিল্লুর রশীদ লীল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪৪তম বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর পূর্ব লন্ডনের দ্যা অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপির আটদিনের অনুষ্ঠানমালার সপ্তম দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহহমান বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি, শেখ মুজিব রাজাকার, খুনি ও পাকবন্ধু ছিলেন। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান।’