মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও বৃত্তি বিতরণ ॥ গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে

39

দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, আর্থ মানবতার কল্যাণে কাজ করা একটি মহৎ কাজ। সর্বোত্তম এবাদত। গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবাসী মুক্তার আলী তার কষ্টার্জিত অর্থ দিয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে এই ফাউন্ডেশনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছেন এটা সমাজের জন্য মাইলফলক। তিনি মোক্তার আলী ফাউন্ডেশনের সফলতা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি গত ২০ ডিসেম্বর বিকেলে সিলেট সিটি কর্পোরেশন হল রুমে বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক, মোক্তার আলীর প্রচেষ্টায় অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান, মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্বোধন ও সিলেট বিভাগের গরীব মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউপি সদস্য প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ মোঃ ছিদ্দেক আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী। বিশিষ্ট ছড়াকার, জীবন মরণ যুদ্ধ আমার বই-এর লেখক সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য মতিউল ইসলাম মতিন, হিউম্যান রাইটস সোসাইটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও অন লাইন দৈনিক ফার্স্ট সান ২৪ ডট কম-এর প্রধান সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড সিলেট-এর জোনাল ম্যানেজার মোঃ আজমল হোসেন বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ সাইফুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোক্তার আলী ফাউন্ডেশনের সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আশরাফ আহমদ মারফত। কোরআন তেলাওয়াত করেন হাফিজ আল আমিন। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজারের কমলগঞ্জ আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সৈয়দ ইমন আহমদ, বালাগঞ্জ ডিএল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বিপা দাস, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মাহিমা বেগম। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হচ্ছে-সৈয়দ ইমন আহমদ, কমলগঞ্জ, মৌলভীবাজার, মাহিমা বেগম, সিলাম, দক্ষিণ সুরমা, বিপা রাণী দাস, বালাগঞ্জ, ঈশিতা রাণী দাস, বালাগঞ্জ, হোসনা বেগম, চান্দাই, হাফিজ আলীম উদ্দিন, গোলাপগঞ্জ, হাফিজ ফয়সল আহমদ, গোলাপগঞ্জ, হাফিজ আল আমীন, বিশ্বনাথ, কলি মালাকার, বিশ্বনাথ, হাফিজ ইসমাইল আলী, ওসমানীনগর, কমর উদ্দিন সজল, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, হামিদা বেগম, মখন উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিজ্ঞপ্তি