মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
দীর্ঘ ১৭ বছর পর আজ ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মীরা ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সুবিধাভোগী ও বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের।
জানা গেছে, সম্মেলনে আওয়ামীলীগের বিভক্ত ৩টি প্যানেল অংশগ্রহণ করছে। বর্তমান জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এবং যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রিজুর নেতৃত্বে এক প্যানেল, বর্তমান জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়ার নেতৃত্বে এক প্যানেল ও সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মনাফ ও সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসানের নেতৃত্বে আরেকটি প্যানেল তাদের কমিটি উপস্থাপন করবেন জেলার নেতৃবৃন্দের নিকট। সেই সাথে কে হচ্ছেন? আগামী দিনের উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা আরো জানান, আকমল হোসেন ও রেজাউল করিম রিজুর প্যানেলটি হচ্ছে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ সমর্থিত প্যানেল। শিল্পপতি শফিকুল আহমদ ভূঁইয়ার প্যানেলটি হচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন সমর্থিত প্যানেল। যদিও তারা সবাই বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করেন।