মিজানুর রহমান মিজান
বিধি এ কোন বিচার, যাদুকর চায় প্রাণে মারিবার
তুমি রাখ বাঁচাইয়া আবার, এ কোন নিষ্ঠুর খেলা।
বিনা অপরাধে, রাখলে সাধে
তব কেন বিষাদে, ভাসালে ভেলা।
অপরাধে শাস্তি, নয়ত মুক্তি
কেন চুক্তি, সত্য প্রতিষ্ঠার বেলা।
পুতুল সম ঘুরাও, শুধু অভিনয় করাও
কি আনন্দ পাও, সূর্য উঠে ভোর বেলা।