পীর চরমোনাইর সাথে স্থানীয় ব্যক্তিবর্গের মতবিনিময়

26

DSC_0001সিলেটে সফররত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর চরমোনাই গতকাল বৃহস্পতিবার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম এর বাসভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এহিয়া রেজা চৌধুুরী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা  সিরাজুল ইসলাম শামীম, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সোনা মিয়া, ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সেক্রেটারী মোঃ কয়েস মিয়া, মোঃ হাবিবুর রহমান মজনু, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ নজির হোসেন, মোঃ আব্দুল্লাহ, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, কোতোয়ালী থানা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আলহাজ্ব বারী মিয়া প্রমুখ।
মতবিনিময়কালে পীর চরমোনাই বলেন, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত করেছেন এবং এই কোরআন পাকেই আল্লাহ পাক মানুষকে জীব-জন্তুর চেয়েও নিকৃষ্ট বলেছেন। তার কারণ যারা কোরআন ও রাসূল (সা:) আদর্শ অনুযায়ী জীবন-যাপন করেন তারাই সৃষ্টির সেরা জীব আর যারা আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানী করেন তারাই নিকৃষ্ট মানুষ। তিনি আলিয়া মাদরাসা মাঠে চলমান ওয়াজ মাহফিলে যোগদান করার জন্য এবং আজ শুক্রবার বেলা ২টায় নগরীর সিটি পয়েন্টে রাসূল (সা:) এর অবমাননাকারী লতিফ সিদ্দিকী সহ ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে সমাবেশে যোগদানের আহ্বান জানান।