সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলাভূমি মৎস্য পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত তিন মণ কারেন্ট জাল ও মাছ শিকারে ব্যবহৃত ১২টি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাসের নেতৃত্বে হাওরের রুপাবুই ও আলমডোয়ার বিলে অবৈধভাবে মাছ শিকারের সময় এসব জব্দ করা হয়। এ সময় মাছ শিকারী চক্রটি পালিয়ে যায়। হাওর দেখবালে নিয়োজিত জেলা প্রশাসনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস জানান, হাওড়ে মাছ শিকার রোধে আমরা নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।