শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে শ্রীমঙ্গল হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাধ্যযস্ত্র বানিয়ে বধ্যভূমি ৭১ এর পুষ্পস্তবক অর্পণ করে। পরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কমুদ রঞ্জন দেব নাথ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, সাবেক পৌর চেয়ারম্যান এম এ রহিম প্রমুখ। এছাড়াও সাবেক চীফ হুইপ সমর্থিত উপজেলা আ’লীগ সভাপতি এম এ মনিরের নেতৃত্ব অপর একটি অংশ পৃথক শহরে র্যালী ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে। এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, পৌর আ’লীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক অধেুন্দু কুমার দেব সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেয়।