গোটাটিকরে রাধামাধব মন্দিরের বিষ্ণু মূর্তি চুরি

51

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার গোটাটিকর (কৃষ্ণপুর) শিববাড়ি কিষানপুরে শ্রী শ্রী রাধামাধব জিউর দেবতা মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মন্দিরের পশ্চিমের গ্রীল কেটে মন্দিরের তালা খোলে ভেতরে প্রবেশ করে। এ সময় চোররা একটি বড় বিষ্ণু মূর্তি, রাধা রাণীর নেকলেস, হাতের বালা,কানের দুল ও ৪ হাজার টাকার দান বাক্স চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে এক দল দুর্বৃত্ত মন্দিরের পশ্চিমের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। তারা দেবতা ঘরের তালা কৌশলে খোলে ভেতরে প্রবেশ করে মন্দিরের জিনিসপত্র তছনছ করে। এক পর্যায়ে চোরেরা উল্লি¬খিত মালামাল নেয়ার পাশাপাশি মন্দিরের দান বাক্স থেকে প্রায় ৪/৫ হাজার টাকা নিয়ে যায়। গতকাল শুকবার ভোর ৫টায় মন্দিরে সেবাহিত বৈষ্ণব বিশ্বরৃপ গোস্বামী ঘুম থেকে উঠে দেবতার ঘর এলোমেলো দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। চোর দল ঘটনাস্থলে একটি বড় রেঞ্জ ও রড এবং একটি ট্রাউজার প্যান্ট ফেলে যায়। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে মোগলাবাজার থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।
মোগলাবাজার থানার ওসি শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।