জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সম্মেলন আজ

295

সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন কুসংস্কার থেকে মুক্ত হতে এবং সমাজের বৃহত্তর ঐক্য ও কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট বিভাগীয়, মহানগর, জেলা ও সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টা থেকে সম্মেলন সিলেট মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন রোটারিয়ান নিরঞ্জন দাস এডভোকেট। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর হীরেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য, সমিতির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, বি.আর.ডি.আই সিলেটের প্রাক্তন উপ-পরিচালক বিনীত কুমার চক্রবর্ত্তী, সমিতির সিলেট জেলা শাখার আহবায়ক জলধীর রঞ্জন চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। স্বাগত বক্তব্য রাখবেন সমিতির সিলেট বিভাগীয় শাখার সদস্য সচিব এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন চৌহাট্টা সিলেটের হরিপদ ঋষি, কাষ্টঘর সিলেটের সুজন লাল, লাক্কাতুড়া সিলেটের রাজু গোয়ালা, কালাগুল সিলেটের ডাঃ রবীন্দ্র পাত্র। পরিচালনা করবেন সমিতির সিলেট মহানগর শাখার আহবায়ক বিনয় ভূষণ তালুকদার, সদস্য সচিব অধীর চন্দ্র সূত্রধর।
সম্মেলনে বৃহত্তর সিলেটের সকল সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি