তাহিরপুরে সীমান্তে কমলা ও ২টি মোটরসাইকেল জব্দ

15

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি মোটর সাইকেল ও ৬৪০টি কমলা জব্দ করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫৩ হাজার ৮শত টাকা। গতকাল সোমবার ভোররাতে চাঁনপুর সীমান্তের বারেকটিলা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, চাঁরাগাঁও, চানপুর ও লাউড়েরগড় সীমান্ত দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ভারত থেকে অবাধে কয়লা, মদ, গাঁজা, নাসির উদ্দিন বিড়ি ও কমলা পাচার করা হচ্ছে। সুনামগঞ্জ ৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার গোলাম মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।