আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বি সি এস পরীক্ষা নিয়োগ ও দলীয়করণ নিয়ে বক্তব্যের প্রতিবাদে নগরীতে সাধারণ ছাত্র অধিকার রক্ষা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ ছাত্র অধিকার রক্ষা কমিটির সেক্রেটারি রনি আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক সালেহ আহমদ, যুগ্ম সচিব দেলোয়ার আহমদ, সধারণ সম্পাাদক আদনান তায়্যিব প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন থাকে সে বি.সি.এস পাস করবে। কিন্তু এইচ টি ইমাম যে বক্তব্য দিয়েছেন তাতে সাধারণ শিক্ষার্থীরা আশাহত হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের না করলে আরো জনমত তৈরী করে তার শাস্তি প্রদান করতে প্রশাসনকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। বিজ্ঞপ্তি