সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বিএনপির দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জে প্রায় ২০জন আহত হওয়ার খরর পাওয়া গেছে। সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। আহতদের মধ্যে রয়েছে ছাত্রনেতা আনিস মিয়া, গাজী মিয়া, শিপুল আহমেদ, তুষার মিয়াসহ ২০ জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার তাহিরপুর সদর বাজারে বিএনপির নতুন কমিটি গঠনের প্রতিবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের নেতৃত্বে কমিটি থেকে বঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ সভা ডাকে। অন্যদিকে বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বলের নেতৃত্বে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে সভা ডাকে নবগঠিত কমিটি। এসময় বিবাদমান দুই গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের ২০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১০রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর-রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।