প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী নারী ভারতে গ্রেফতার

27

hasina_sm_643405913কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী এক নারীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ৩৬ বছর বয়সী ওই নারী শেখ হাসিনাকে হত্যার ছক অনুযায়ী অস্ত্র সংগ্রহ করছিলেন।
এ ছাড়াও বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনাও ছিল তার।
দ্য গার্ডিয়ান ও রয়টার্স এমনটাই দাবি করেছে।
ওই নারীর বিরুদ্ধে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছে। আসাম পুলিশের বিশেষ অপারেশন ইউনিট তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য।
শেখ হাসিনাকে হত্যার বিষয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক জঙ্গিদের একটি পরিকল্পনা ভারত নস্যাৎ করে দিয়েছে, এমন ঘোষণার কয়েক দিনের মধ্যেই ওই নারীকে আটক করলো আসাম পুলিশ।
এসব জঙ্গি শেখ হাসিনাকে হত্যার কয়েকটি চেষ্টা করেছিল বলে দাবি করেছিল ভারতীয় পুলিশ।এ ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হত্যার চেষ্টা করেছিল বলে ভারতীয় ওই সূত্রটি দাবি করেছিল।
ভারতের গোয়েন্দা কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে পলাতক জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ স্বর্গ হিসেবে বেছে নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও জেএমবির ছকে দুই দলের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা ছিল।
সম্প্রতি ভারতের বর্ধমানে বিস্ফোরণের পর নড়েচড়ে বসেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়ার দাবি তোলেন তারা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণ এবং জঙ্গি তৎপরতা সন্ধানে প্রতিদিনই তারা নতুন তথ্য পাচ্ছেন। এ বিষয়গুলোও প্রতিবেদনে আকারে বাংলাদেশের কাছে পাঠানো হবে।