ইউএস প্রতিনিধিদের সাথে সিলেটে বিচারকদের মতবিনিময়

33

jela daira joj  pic  (05.11.14)সিলেট জেলা জজ কোটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান বলেছেন, ইউএস ডিপাটমেন্ট অব জাস্টিস বাংলাদেশে পিপি ও এপিপিদের প্রশিক্ষণ দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। এভাবে যদি তারা আমেরিকা ও বাংলাদেশের বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ দেয় তা হলে বিচার প্রার্থী মানুষরা আরো বেশি উপকৃত হবে।
গত মঙ্গলবার বিকালে জেলা জজ কোর্টের কনফারেন্স হলে ইউএস ডিপাটমেন্ট অব জাস্টিস এর প্রতিনিধি দলের সাথে সিলেট জেলা জজ কোর্টের বিচারকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা,  ইউএস অ্যামব্যাসি, ঢাকার ট্রায়াল অ্যাটর্নি টমাস ডথার্টি, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের এ্যাসিস্ট্যোন্ট ইউনাইটেড স্টেটস অ্যাটর্নি ডেন শিয়েজ, অর্গানাইজড ক্রাইম ডিভিশনের ট্রায়াল অ্যাটর্নি এনডু ক্রেইটন, প্রোগ্রাম ম্যানেজার চার্লস এক্স, সহকারী লিগ্যাল এডভাইজার সাহেদুল হক, এডিশনাল পিপি ও প্রোগ্রামের সমন্বয়কারী শামসুল ইসলাম প্রমুখ।
ইউএস অ্যামব্যাসি, ঢাকার ট্রায়াল অ্যাটর্নি টমাস ডথাটি বলেন, পিপি, এপিপিদের প্রশিক্ষণের পাশাপাশি আইনের শাসনকে আরো সুদৃঢ় করতে বিচারকদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার। আমরা বিচারকদের প্রশিক্ষণের জন্য সব ধরনের আয়োজন করব।
এ সময় সিলেট জেলা ও মহানগর জজ কোর্টের বিচারকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি