স্টাফ রিপোর্টার
সিলেটে পৃথক অভিযানে মাদক, বিদেশী সিগারেট ও চোরাই পণ্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে অবৈধ সিগারেটসহ ৩ জন, চোরাই চিনিসহ ২ জন এবং ভারতীয় চোরাই কসমেটিকসসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিপুল পরিমান বিদেশী সিগারেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুরের বেলুপাড়া গ্রামের ছয়ফুল্লাহ রহমানের ছেলে মো. রেজাউল করিম (২৫), একই এলাকার রফিক আহমদের ছেলে এবায়দুর রহমান (৩০), শাহপরান থানার আটগাঁও (পুরানবাড়ী) এলাকার মানিক মিয়ার ছেলে রুমেল (৩২)।
পুলিশ আরো জানায়, শনিবার রাতে শাহপরান থানা পুলিশ কুশিঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার (রেজি নং: ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩) আটক করে এতে তল্লাসী চালানো হয়। এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করে পুলিশ। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ৭১ হাজার ৪শ শলাকা মন্ড স্ট্রবেরি ফ্লেভারের সিগারেট, ৪৮ হাজার শলাকা আপেল ফ্লেভারের সিগারেট। এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ২ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকসসহ একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিঠু দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিঠু সুনামগঞ্জের দোয়ারাবাজর থানার মান্নারগাঁও এলাকার বিনু বুসন দাসের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় মুসলিম হাইস্কুলের পাশে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাসী চালিয়ে ৮ লাখ ৭৮ হাজার ৪শ টাকার ভারতীয় চোরাই কসমেটিকস জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় মেহেদী নেহা ২টি কার্টুন (প্রতি কার্টুনে ৬০ বক্স), মোট ১৪৪০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ২১ হাজার ৬শ টাকা, ভারতীয় মেহেদী কাভেরি ৩০টি কার্টুন, মোট ২১৬০০ পিস মেহেদী, মূল্য আনুমানিক ৩ লাখ ২৪ হাজার টাকা, স্কিন শাইন ক্রিম ৪টি কার্টুন, মোট ২১৬০ পিস ভারতীয় ক্রিম, মূল্য আনুমানিক ৩ লাখ ৮৮ হাজার ৮শ এবং ভারতীয় বেøড জিলেট ৮টি কার্টুন, মোট ৯৬০০টি বেøট, মূল্য আনুমানিক ১ লাখ ৪৪ হাজার টাকা।
পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ওসমানীনগরের বড় হাজীপুর গ্রামের হাবিবুর রহমানের (বানা মিয়া) ছেলে মো. খলিল মিয়া ও ব্রাহ্মণগ্রামের বাবলু মিয়ার ছেলে মো. তুষার মিয়া।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করাকালে একটি ট্রাক জব্দ করে এতে তল্লাসী চালায়। এসময় ২শ ৬০ বস্তায় ১৫ লাখ ২৮ হাজার ৮শ টাকা মূল্যের ১২ হাজার ৭শ ৪০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করে। এসএমপির ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে এসব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। রবিবার দিবাগতে রাতে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়ন এর রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রতনপুর গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) এবং একই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ইসমাইল মিয়া (৩২)।