ছাতকে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

2

আতিকুর রহমান, ছাতক

ছাতকে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরশহরে এমানববন্ধন অনুষ্টিত হয়।
‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, সারা বাংলায় খবর দে ধর্ষকের কবর দে। শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারন জনতা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সেøাগানে সেøাগানে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বক্তারা বক্তব্যে বলেন, সারা দেশে মানববন্ধন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে কিন্তু ধর্ষকের শাস্তি হচ্ছে না। এত আন্দোলন করার পরও ধর্ষকের শাস্তি না হওয়ায় সাধারণ জনতা যারা তারা নিরাপদ নয়, আমরা হতাশ হয়েছি। ধর্ষক যে দলেরই হোক না কেন তার কঠোর শাস্তি দাবি করছি। ছাতকে শিক্ষার্থী কিশোরীকে পাশবিক নির্যাতন, ধর্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এম সাইফুদ্দীন আহমেদ, রুহুল আমিন, তাজিদুল ইসলাম, সাদেক আহমদ, খালেদ আহমদ রাজেদ, ইকবাল হুসাইন রাজা, আলি হুসাইন প্রমূখ। এসময় বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।