আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৫

3

মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। রবিবার রাত আনুমানিক ৭টায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাসের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমদ উদ্দিনকে আটক করে। এসময় পুলিশ আটককৃত আহমদ উদ্দিনকে মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনা সোমবার বিকেল ৪টা পর্যন্ত কাটারাই গ্রামে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। যাছাই-বাচাই শেষে প্রকৃত দোষীদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।