আতিকুর রহমান, ছাতক
সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে যৌথবাহিনী যানবাহনে তল্লাশী ও কাগজপত্র যাচাই করেন। শনিবার রাত ১১টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে সেনাবাহিনী ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের যৌথ চেক পোস্ট বসানো হয়।
জানা যায়, সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে সেনাবাহিনী ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের যৌথ চেক পোস্টে যানবাহন তল্লাশী ও কাগজপত্র যাচাই কালে ৬টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার আটক করা হয়। এসময় চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজপত্র দেখাতে না পারায় মোট ৭টি মামলা দেয়া হয়। মামলার জরিমানার টাকা এ্যাপসের মাধ্যমে সাথে সাথে পরিশোধ করে তাদের নিজ নিজ যানবাহন ছাড়িয়ে নেয়া হয়। ৭টি মামলায় মোট জরিমানা হয় ২৯ হাজার টাকা। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন সুয়েবের নেতৃত্বে একদল সেনা সদস্য ও জয়কলস হাইওয়ে থানার এসআই নাজমুল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জয়কলস হাইওয়ে থানার পৃথক চেক পোস্টে শিং মাছ ভর্তি দুটি পিকআপ গোবিন্দগঞ্জে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একটি পিক-আপের বিরুদ্ধে মামলা দেয়া হয়। মামলায় জরিমানা করা হয় ২হাজার ৫শ টাকা। অপর পিকআপের কাগজে মামলা থাকায় আর মামলা দেয়া হয়নি। পরে শিং মাছ ভর্তি ২টি পিকআপকে হাইওয়ে পুলিশ ফেরত পাটিয়ে দেন।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রশিদ সরকার বলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ১টি পিকআপকে মামলা দেয়া হয়েছে। অপর গাড়ীর কাগজে মামলা রয়েছে। ২টি পিকআপকে ফেরত পাঠিয়ে দিয়েছি।