শাবিতে ডাটা এন্ড সোয়াট এনালাইসিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ডাটা এন্ড সোয়াট এনালাইসিস অন সাব-প্রজেক্ট রাইটিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনলাইন জুমে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ। আমার সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা হয়েছে। তারাও তাদের বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব দিয়ে প্রজেক্ট গুলো পাঠানোর চিন্তা করতেছেন। আমাদের এখানে অনেক গবেষক শিক্ষক রয়েছেন। সবাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। আমরা যাতে ভালো করতে পারি সুযোগটা কাজে লাগাতে হবে। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সামসুন নাহার বেগম এবং রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ডিস্টিংগুইস অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।
কর্মশালায় ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের অন্তভর্‚ক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।