খাদিমে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার চোরাই চিনি জব্দ

2

স্টাফ রিপোর্টার

সিলেট-তামাবিল মহাসড়কের খাদিপাড়ার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ১৭ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। সোমবার রাত ৯ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়- সোমবার সকালে গোপন সংবাদের মাধ্যমে শাহপরাণ (রঃ) থানার আওতাধীন সিলেট তামাবিল মহাসড়কে দাসপাড়াস্থ এলকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় চিনি ভর্তি ট্রাকের চালকসহ ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে ত্রিপল দ্বারা মোড়ানো ২৯৭ বস্তা ভারতীয় চিনি বিধি মোতাবেক জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। এ ঘটনায় শাহপরাণ (রঃ) থানার একটি মামলা রুজু করা হয়েছে।