সিলেটে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনে বক্তারা
সিলেটে নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) নগরীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে সিলেট বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, ছাত্র, এনজিও, এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আর্থিক সহায়তায় ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা এই বিভাগীয় সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ধর্মীয় নেতাদের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে বাস্তবায়িত আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণে শান্তি অঙ্গিকারনামা স্বাক্ষর ও প্রচার কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে ও প্রোগ্রাম পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআই বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মহিউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেটের সভাপতি শ্রী অমৃতরাম ভট্টাচার্য্য, নয়াসড়ক প্রেজবিটারিয়ান চার্চের ফাদার রেভারেন্ড ফিলিপ সমাদ্দার ও সিলেট বৌদ্ধ বিহারের ভাইস প্রেসিডেন্ট মহানাম ভিক্ষু।
সম্মেলনে বক্তারা বলেন, সব ধর্মের মূলমন্ত্র হলো শান্তি। তাই শান্তির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে। তারা বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভ‚তি ও বোঝাপড়া প্রতিষ্ঠিত হলে যেকোন অন্যায় মোকাবেলা এবং শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।
বক্তারা আরও বলেন, এই সম্মেলন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি ও শান্তি প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
সম্মেলনে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সহসভাপতি হাফিজ মিফতাহ উদ্দিন আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড. এএইচএম সোলায়মান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের প্রমুখ।
সম্মেলনে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার প্রতিশ্রæতির লক্ষ্যে শান্তি অঙ্গিকারনামা পাঠ করেন ধর্মীয় নেতৃবৃন্দ।
এতে উপস্থিত সকলে একমত হয়ে সেই অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।