কোম্পানীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
সভায় উপজেলার লীজ বহির্ভুত বালু পাথর উত্তোলন বন্ধ ও মাদকের বিরুদ্ধে কটুর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ এবং পৃথক অভিযানে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলন ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা, মামলা ও মালামাল আটক করা হচ্ছে বলে জানানো হয়। তাছাড়া ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর সাথে মতবিনিময়ের কথা জানান ইউএনও। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মোবাইল কোট পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়। এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বক্তারা। তাছাড়া ৫ আগষ্টের পরে সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মামলায় ৫জন আসামী গ্রেফতারে পুরো বিভাগে প্রশংসনীয় উদ্যোগ বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফরহাদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কামরুজ্জামান রাসেল, উপজেলা শিক্ষা অফিসার টিটু কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা আনসার ও বিডিপি অফিসার সেলিনা আক্তার, গ্রাম আদালতের সমন্বয়ক গীতা রানী মোদক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা এলজিইডি অফিসার আসিফ খান রাবি, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সাইদ, মহিলা বিষয়ক অফিসার শিবলী আতিকা তিন্নি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোর্শেদ আলম প্রধান প্রমুখ।