আতিকুর রহমান, ছাতক
শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামÐপ পরিদর্শন করেন সেনাবাহিনীর মেজর ও প্রশাসন। গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামের মণিদত্তের বাড়ীতে অনুষ্টিত পূজা মÐপ বৃহস্পতিবারে পরিদর্শন করা হয়। চাঁনপুর পুঁজা মÐপ পরিদর্শন করেন ছাতক সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জাবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের ও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান। পুঁজা মÐপ পরিদর্শন করে পুঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। এসময় শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়। উপজেলার জাতুয়া একতা যুব সংঘ, অন্ন পুর্না, নবীন সমাজ উন্নয়ন সংস্থা, কৈতক, খিদ্রাকাপন, পৌর সভার মহামায়া, তাতিকোনা, শিববাড়ি, ত্রি-নয়নী, কালি বাড়ি, চৈতন্য সংঘ, মহা প্রভুর আখড়া পুঁজা মন্ডপ পরিদর্শন কালে উপজেলা পুঁজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন পূঁজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।