পোষাক শিল্প বাংলাদেশের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার

6

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা সোমবার চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিইএফ এর হেড অফ ট্রেনিং জোহা জামিলুর রহমানের পরিচালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, বিশ্বের উন্নত দেশসমূহের তুলনায় আমাদের দেশে কর্মক্ষেত্রে নারী সমাজ অনেকটাই পিছিয়ে আছে। এর মূল কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি ও কর্মক্ষেত্রে নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ না থাকা। আমরা দেখি পাশ্চাত্য দেশগুলোতে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সমাজের সর্বক্ষেত্রে ইতিবাচক ভ‚মিকা রাখছেন। এজন্যই পাশ্চাত্যের সমাজব্যবস্থা আমাদের থেকে অনেক উন্নত। তিনি বলেন, যে কোন দেশের অর্থনৈতিক বিকাশে নারীরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। উদাহরণ স্বরূপ বাংলাদেশের পোষাক শিল্পের কথা বলা যেতে পারে। পোষাক শিল্প বাংলাদেশের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার।
সভায় আরো বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট চেম্বারের পরিচালক এবং সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, ফাহিম আহমদ চৌধুরী, সায়েম আহমদ, মোঃ মাহদী সালেহীন, আরিফ হোসেন, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-সচিব সানু উদ্দিন রুবেল ও মোঃ আজিজুর রহিম খান, চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং কর্মশালার অংশগ্রহণকারীবৃন্দ।