ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
প্রায় চার মাস ধরে বন্ধ আছে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা (এস.এফ.সি.এল.)। সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই বিপত্তি দেখা দিয়েছে। দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ১১৯ দিনে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৫২২ কোটি ৬০ লাখ টাকা। গ্যাস সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকায় প্রতিদিন বাড়ছে ক্ষতির অংক।
এস.এফ.সি.এল’র উৎপাদন বন্ধ থাকায় এবং কারখানার বিভিন্ন কেমিক্যাল, ক্যাটালিস্ট, অত্যাধুনিক যন্ত্রপাতি অকেজো হওয়ার ঝুঁকি দেখা দেওয়ায় কারখানার শ্রমিক ইউনিয়ন এবং এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আসফাকুল ইসলাম সাব্বিরের উদ্যোগে সার কারখানার শ্রমিক ইউনিয়ন এবং ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমেদ মুন্না, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি এস এম মামুনূর রশীদ, সহ সাধারণ সম্পাদক মো: দেওয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ মো: বদরুল আমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সিনিয়র সসদ্য শহিদ আহমদ চৌধুরী জুলহান, আর কে দাস চয়ন, জুলহাস আহমদ।
সভায় ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার উৎপাদন নির্বিঘœ রাখার জন্যে গ্যাস সরবরাহ নিয়মিত করার দাবিতে শ্রমিক-জনতার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।