সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার উত্তর সুরমায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্থান নির্ধারণের দাবী জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবীণ আওয়ামীলীগ নেতা নিউইয়র্ক আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী। তিনি বলেন একজন মন্ত্রী তিনি যেই হউন না কেন তাকে মনে রাখতে হবে তিনি বিশেষ কোন একটি গ্রামের মন্ত্রী নন। প্রথমে তাঁকে মনে রাখতে হবে তিনি একটি বিশাল নির্বাচনী এলাকার এবং একটি জেলার মন্ত্রী। দ্বিতীয় দফায় মন্ত্রীকে নিজের বিভাগ এবং তৃতীয় দফায় তাকে দেশের মন্ত্রী ভেবে সুষম উন্নয়নে অবদান রাখতে হবে। সকল উন্নয়ন এক জায়গায় না করে সুসম্পন্ন করতে হবে উন্নয়নের বিকেন্দ্রীকরণ। তিনি বলেন একজন মন্ত্রীকে এটাও ভাবতে হবে তিনি যেমন দেশের মন্ত্রী তেমনি তিনি দলেরও মন্ত্রী। কারণ দল ক্ষমতায় আছে বলেই তিনি মন্ত্রী হয়েছেন। তাই নিজের গ্রামের ও এলাকার পাশাপাশি অন্যান্য নির্বাচনী এলাকায়ও যাতে দলের অবস্থান সুসংহত থাকে এবং মানুষ যাতে উন্নয়নে বৈষম্যের শিকার না হয়ে উন্নয়নের সঠিক ইনসাফ পায় সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।