ওসমানীনগরে ক্ষতিগ্রস্থ ৩৫ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

9

ওসমানীনগর প্রতিনিধি

শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সিলেটের ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৩৫টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলার উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের পরিবারের পক্ষ থেকে এসব ঢেউটিন বিতরণ করা হয়। শনিবার দুপুরে উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের ওয়ালী উল্লাহ বদরুলের বাড়িতে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম। উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নামজুল ইসলাম। বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ইউপি সদস্য শাকির আহমদ, সমাজসেবী লাল মিয়া, আউয়াল হুসেন চৌধুরী, আনোয়ার আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এলাকার উন্নয়নসহ যে কোন দুর্যোগে সব সময় সহায়তার হাত প্রসারিত করেন ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের পরিবারের সদস্যরা। যার ধারাবাহিকতায় কয়েকদিন আগের শিলাবৃষ্টি ও সম্প্রতি ঘূর্ণি ঝরে ক্ষতিগ্রস্থ ৩৫টি পরিবারকে ৩৫ বান টিন উপহার দিয়েছেন তাদের পরিবার। অসহায় মানুষের কল্যাণে তাদের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে প্রবাসীদেরও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোয় অনুরোধ জানান বক্তারা।