সিলেটে আরও দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা

22

স্টাফ রিপোর্টার

সিলেটে মাত্র তিন ঘণ্টায় এ মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এর আগে বুধবার ২১ ফেব্রæয়ারি সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ২২ ফেব্রæযারি সকাল ৬টা পর্যন্ত ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে সিলেট আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিস সুত্র জানায়, বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর পরের তিন ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টার হিসাবে যা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন গণমাধ্যমকে জানান, গত দুইদিন থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আরও দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।