ভোট বর্জন করলেন ৪ প্রার্থী

5

শিপন আহমদ, ওসমানীনগর
জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় এক যুগে সিলেট-২ আসনের অন্তরভর্‚ক্ত ওসমানীনগরে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে, বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো লক্ষনীয়। সকাল থেকে বিরামহীন ভোট গ্রহন চললেও দুপুরে নানা অনিয়মের অভিযোগ আনেন নির্বাচনে অংশ নেয়া ৪ প্রার্থী। দুপুর দেড়টার দিকে একসঙ্গে ভোট বর্জন করেছেন এই ৪ প্রার্থী। ভোটগ্রহণ চলাকালে দুপুর দেড়টায় ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে ৪ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তারা হলেন- গণফোরামের দরীয় প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পাটির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া (লাঙ্গল) এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ)। এসময় মোকাব্বির খান, মুহিবুর রহমান, ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও আব্দুর রব নিজেদের বক্তব্যে বলেন- সিলেট-২ আসন জুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন।
যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি। তারা আরও বলেন- প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। নিজ-নিজ এজেন্টদের মারধর হুমকি ধামকী ও কেন্দ্র থেকে এজেন্টদের জুরপূর্বক বের করে দেয়ারও অভিযোগ আনেন তারা।