সিলেট সুনামগঞ্জ সড়কে গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩

3

আতিকুর রহমান, ছাতক
সিলেট সুনামগঞ্জ সড়কে ঘন কোয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৎস্য ব্যবসায়ী ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বড়কাপন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হঠামারা গ্রামের আব্দুর রহিমের পুত্র আছাব উদ্দিন (৫০)।
জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন ১১-১৬ ৫১) যোগে ওই ব্যবসায়ীরা মাছ নিয়ে বিক্রির জন্য ভোরবেলায় সিলেটে যাচ্ছিলেন। পিকআপ ভ্যানটি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় পৌঁছলে ঘন কোয়াশার মধ্যে গতিবিধি হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরেক জনের। এ নিয়ে দূর্ঘটনায় মোট ৩জন মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত চালক জাহাঙ্গীর হোসেন (৩০) কে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। সে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারের ময়না মিয়ার পুত্র। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারসহ দূর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে জয়কলস হাইওয়ে পুলিশ।
দূর্ঘটনায় ৩জন মৎস্যজীবির মৃত্যু ও পিকআপ ভ্যান আটকের সত্যতা নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।