অন্যরকম এক সিলেট দেখল মানুষ

5

স্টাফ রিপোর্টার

এ এক অন্যরকম সিলেট। নগরজুড়ে ইদানিং হরতাল অবরোধেও যখন যানজটে বসে থাকতে হয় দীর্ঘ সময়, রিকশা-অটোরিকশা ও অন্যান্য যানবাহনের শব্দে যখন কান ঝালাপালা হওয়ার উপক্রম হয়, তখন বুধবারের সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ফাঁকা সিলেট মহানগরী। অধিকাংশ মার্কেট, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ। রাস্তায় যা লোকজন আছেন তাদের প্রায় ৮০ ভাগের গন্তব্য ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ। সেখানে দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রথম নির্বাচনী জনসভার মধ্যদিয়ে।
এ উপলক্ষে গত কয়েকদিন ধরে সিলেট বিভাগজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও ছুটছেন আলিয়া মাঠে, প্রিয় ‘শেখের বেটি’ শেখ হাসিনাকে একনজর দেখতে। সকাল থেকে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবিবাজার, লামাবাজার, তালতলা, কৌর্ট পয়েন্ট, দরগাগেইট ইত্যাদি এলাকার অনেকগুলো রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকায় যাতায়াতকারীরা বিকল্প রাস্তা ব্যবহার করছেন। এছাড়া এসব এলাকার হোটেল রেস্টুুরেন্ট থেকে শুরু করে প্রায় সবধরনের দোকানপাট বন্ধ। ফাঁকা রাস্তায় দলে দলে পায়ে হেঁটে মানুষ ছুটছেন আলিয়া মাদরাসা অভিমুখে। নগরীর প্রায় প্রতিটি রাস্তার মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থরে স্থরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমনকি, অনেক বহুতল ভবনের ছাদেও তাদের দেখা গেছে।