জুড়ী সংবাদদাতা
জুড়ীতে ঋণের বোঝা সমইতে না পেরে এক মার্কেট কর্মচারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারস্থ জুড়ী নিউ মার্কেট-এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আব্দুস সালাম (৫৫) উপজেলার পশ্চিম হরিরামপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন থেকে নিউ মার্কেটের দেখাশোনার দায়িত্বে পালন করে আসছিলেন। ৫ সন্তানের জনক আব্দুস সালামের এক ছেলে প্রবাসে থাকেন। বাড়ি থেকে কর্মস্থলে আসার সময় প্রতিদিন ঋণের কথা তার মাকে বলে আসতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে এসে সকালের নাস্তা করে সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় নিজের বিশ্রামের কক্ষে যান। এর কিছুক্ষণ পর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান পাশ্ববর্তী দোকানদাররা।
মার্কেটের সামনের কয়েকজন চা দোকানদার জানান, সকালে এসে চা খাওয়ার সময় সবাইকে তার ঋণের কথা বলেছিলেন সালাম।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাত দন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা সন্দেহে অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।