সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনদাবীকে উপেক্ষা করে বাকশালী সরকার তাদের দলদাস নির্বাচন কমিশন ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে আবারো একতরফা নির্বাচনের পথে হাটঁছে। কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই ভোটে অংশ নিবেনা। আর যারা গণতন্ত্র বিনাশী একরতফা নির্বাচনে অংশ নিবে তারা জাতির কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। ৭ম ধাপের পর ৮ম ধাপের ২৪ ঘন্টা অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী বাকশালী সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ২০১৪ সালের বিনাভোট ও ১৮ সালের মধ্যরাতের ভোটের স্বপ্ন আর পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।
বুধবার দুপুরে জামায়াত আহুত ৮ম ধাপের টানা ২৪ ঘন্টার অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বুধবার দুপুরে নগরীর সিলেট-তামাবিল রোডের শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা শামীম আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ। বিজ্ঞপ্তি