সিলেট মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের কল্যাণপুরে কালনীছড়া খালখনন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরোশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের নিয়ে তিনি খালখনন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট সিটিকে গ্রিন, ক্লিন ও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে না যায় সে লক্ষ্যেই আমাদের খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে। তিনি নগরবাসীর কাছে অনুরোধ জানান যারা ছড়া, নালা খাল দখল করেছেন তা ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে এই শহরকে বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রুহেল আহমদ, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম, মহিলা কাউন্সিলর সাজেদা বেগম।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর অজজিুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি