জগন্নাথপুরের গরীবের ডাক্তার মধু’র বিদায়ে ব্যথিত উপজেলাবাসী

8

 

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরের কৃতি সন্তান ডা.মধু সুধন ধর বিগত ২০১১ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এর মধ্যে গত ২০১৮ সাল থেকে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এর পর থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেতে থাকে। অবকাঠামো উন্নয়নের ছোয়া লাগে কমপ্লেক্সের ভেতর ও বাইরে। দীর্ঘ ১২ বছর ডা.মধু সুধন ধর অত্যান্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর সেবায় সন্তোষ রোগী ও স্বজনরা। তিনি গরীব রোগীদের কাছ থেকে টাকা নিতেন না। যে কারণে তিনি এলাকায় গরীবের ডাক্তার নামে পরিচিত। তাই সবার প্রিয় সেই গরীবের ডাক্তারের বদলি জনিত বিদায়ে ব্যতিত হয়েছেন উপজেলাবাসী। ১১ নভেম্বর শনিবার বদলি হওয়ার সত্যতা নিশ্চিত করে ডা.মধু সুধন ধর বলেন, আমার নতুন কর্মস্থল সিলেট ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করতে যাচ্ছি। এ সময় তিনি জন্মভূমি জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।