শাবি সংবাদদাতা
ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ডেমনস্ট্রেশন ফর প্যালেস্টাইন’ শীর্ষক ব্যানার হাতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও দুইজন শিক্ষক অংশগ্রহণ করে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানিম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন – বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী লোকমান মিয়া, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল সরকার, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব ইসলাম। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাসের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনি ভাইদেরকে বলতে চাই আমরা দূর থেকে হয়তো কিছু করতে পারবোনা তবে মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকবো।’ এসময় বক্তারা ওআইসি ভুক্ত দেশগুলোসহ পৃথিবীর শান্তিকামি মানুষদেরকে নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর জন্য আহŸান জানান। পাশাপাশি, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে তাদের সার্বিক বিষয়ে সাহায্যের আবেদন জানান বক্তারা।