সাগরে লঘুচাপ, টানা বৃষ্টিতে স্থবির সিলেটের জনজীবন

3

 

স্টাফ রিপোর্টার

সিলেটে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার সকাল থেকে অল্প বৃষ্টিপাত হলেও গভীর রাত থেকে চলছে টানা বর্ষণ। শুক্রবার দিনভর ছিল বৃষ্টি। এতে সিলেটে আগত পর্যটকেও ভাটা পড়েছে। মওসুমের শেষের দিকে এসে সিলেটের জনজীবন স্থবির হয়ে পড়েছে প্রবল বর্ষণে। সিলেট আবহাওয়া অফিস থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গে থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে অবস্থান করছে। এর প্রভাবেই এমন বৃষ্টিপাত। আজ শনিবারও এমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অবহ্যাহত আছে দুপুর পর্যন্ত। এ অবস্থায় অফিস আদালত বন্ধ হলেও নানা জরুরী কাজে ঘর থেকে বের হওয়া মানুষের অবস্থা অনেকটা লেজেগোবরে।
বৃষ্টিতে ভিজতে ভিজতেও সঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছা যাচ্ছেনা।