জগন্নাথপুরে বৃদ্ধকে ছুরিকাঘাতের ঘটনায় একজন কারাগারে

5

জগন্নাথপুর সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃদ্ধকে মারধরের ঘটনায় তিন বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওই বৃদ্ধের ছেলে সফিকুন নুর বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ মামলা করেন। পরে আটক লুকু মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলের, মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ভোরে উপজেলার পাটলী ইউনিয়নে সাচায়ানী-এরালিয়া সড়কের শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে কয়েকজন উঠতি বয়সের যুবকদের দেখতে পেয়ে বৃদ্ধ শানুর মিয়া তাদেরকে জিজ্ঞাসা করেন, ‘তোমরা ইনো (এখানে) এতো সকাল কিতা কর’ এবং টর্চ লাইটের আলো তাদের উপর পড়ায় ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে উঠে বৃদ্ধকে মারধর করে। এ সময় ওই বৃদ্ধের চিকিৎকারে স্থানীয়রা ছুটে এসে লুকু মিয়া নামে এক মাদকাসক্ত বখাটেকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার পর থেকে বৃদ্ধ শানুর মিয়া গুরুত্বর আহত অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রয়েছেন।