বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি সিলেট বিভাগীয় এক কর্মী সভায় বক্তারা ভ্যাবসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেতৃ দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারিরা মেঘ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে মা ও শিশুদের টিকা দেয়ার কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আমাদের কাজের সাফল্য স্বরুপ শেখ হাসিনাসহ সরকার প্রধান একাধিকবার বিশ্বে সম্মননা পেয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের কারনে বাংলাদেশ আজ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। তাই আমাদের জনদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারিদের উপযুক্ত মূল্যায়নের আশা করছি। বক্তারা অভিযোগ করে বলেন, কতিপয় লোক পরিবার কল্যাণ সহকারি ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের সাফল্যজনক কার্যক্রম সরকারের উপর মহলে গোপন রেখে রিয়োগবিধিসহ ন্যায্য দাবিদাবা বাস্তকায়নে গড়িমশি করছেন। বক্তারা অভিযোগ করেন পরিবার কল্যাণ সহকারিদের তৃতীয় শ্রেণী পদে নিয়োগ দেয়া হলেও এখন ৪র্থ শ্রেণীর ১৭ তম গ্রেড দিয়ে পরিপত্র জারির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ের কর্মচারিদের অসন্তোষ সৃষ্টি করেছেন। অবিলম্বে তারা এই পরিপত্র বাতিলেন দাবি জানিয়ে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নিয়োগবিধি বাস্তবায়ন করে পরিবার পরিকল্পনা পরিদর্শক (ঋচও) ১১তম গ্রেড এবং পরিবার কল্যাণ সহকারি (ঋডঅ) দের ১২ তম গ্রেড প্রদানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। বক্তারা ভলন্টিয়ার নিয়োগ দিয়ে পরিবার কল্যাণ সহকারিদের পদ বিলুপ্তির ষড়যন্ত্র বন্দের দাবি জানান।
সিলেটের আইনজীবী সমিতির হল রোমে ২৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে আয়োজিত কর্মী সমাবেশে সিলেট জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির সভাপতি রাশেদা খানম রিনা সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েছ রশিদ দেলোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফিরোজ আলী, আব্দুল বারী, ধিরাজ রায়, হোসেন আলী, পল্লব কান্ত দাস, নুর আহমদ, হাফিজুর রহমান, জহির আহমদ, চিত্ত রঞ্জন তালুকদার, পরিবার কল্যাণ সহকারীদের মধ্যে বক্তব্য রাখেন ফৌজিয়া বেগম, পুষ্প রাণী, রিপা রাণী বিশ^াস, সিরিয়া বেগম, মাজেদা খানম, শিল্পী বেগম, নিয়তি রানী সিনহা, রেশফা আক্তার, নুরজাহান বেগম প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের সকল দাবী মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সভার শেষে সিলেট সুরমা মার্কেট থেকে কোর্ট পয়েন্ট ঘুরে একটি বিক্ষোভ মিছিল প্রদান করে পূণরায় বার হলে এসে সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি