টনক নড়েছে কর্তৃপক্ষের

12

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক নদীতে পড়ে পানিতে তলিয়ে ২ জন নিহত হওয়ার পর টনক নড়েছে কর্তৃপক্ষের। ২৩ আগস্ট বুধবার সকাল থেকে পথচারী জনতা দেখতে পাচ্ছেন সহজের সতর্কীকরণ সাইনবোর্ড। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে মোবাইল ফোন রিসিভ না করায় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত-গত ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা এলাকায় কাটানদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক নদীতে পড়ে গেলে চালক ফারুক মিয়া ও হেলপার জাকির মিয়া নিহত হন।