জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৯০ কোটি ৮২ লাখ টাকা বাজেট পেশ করা হয়েছে। ৩১ জুলাই সোমবার পৌরসভার কনফারেন্স হলে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন পৌর মেয়র আক্তার হোসেন। এতে আয় দেখানো হয় ৯০ কোটি ৮২ লাখ টাকা। ব্যয় দেখানো হয় ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয় ৯ লাখ ২০ হাজার টাকা। বাজেট পেশ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র ও পৌর কাউন্সিলর শফিকুল হক, পৌর কাউন্সিলর কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, সিনিয়র সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান সুনু, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক গোবিন্দ দেব, আবদুল ওয়াহিদ, হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমূখ। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর জিতু মিয়া, আলাল হোসেন, সুহেল আহমদ, ছমির উদ্দিন, নারী কাউন্সিলর শিল্পী বেগম, সুবর্ণা রাণী শর্মা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী। সভায় বক্তারা বলেন, পৌরসভার কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়নে এবং নাগরিক সেবা প্রদানে পৌর মেয়র ও কাউন্সিলরগণ অত্যান্ত সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। বাজেট পেশকালে নান্দনিক পৌরসভা গঠনে দেশ ও বিদেশে থাকা সকল পৌর নাগরিকবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান পৌর মেয়র আক্তার হোসেন।