শ্রীমঙ্গলে গাড়ি চাপায় দুর্লভ লজ্জাবতী বানরের মৃত্যু

11

 

শ্রীমঙ্গল সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি চাপায় এক দুর্লভ লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের হামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল আহত লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন। এবং বানরটিকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক কর্ণ চন্দ্র মল্লিক বানরটিকে মৃত ঘোষণা করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খাবারের সন্ধানে বিভিন্ন সময়ে এসব প্রাণীরা পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে বের হয়ে লোকালয়ে চলে আসছে। কখনও জীবিত কখনও আহত আবার কখনও মৃত অবস্থায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করা হচ্ছে।
গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিরল প্রজাতির ১টি শঙ্খিনী, ১টি বিশাল আকৃতির অজগর সাপ ও মৃত একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।