ডিজিটাল এ যুগে স্মার্ট কৌশল ব্যবহারের বিকল্প নেই : ড. মোঃ মাহবুবুল হাকিম

0

 

ডিজিটাল এ যুগে স্মার্ট কৌশল ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) ড. মোঃ মাহবুবুল হাকিম। তিনি সোমবার ইসলামিক ফাউন্ডেশন, সিলেট এর হলরুমে জেলা তথ্য অফিস, সিলেট আয়োজিত তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর পরিচালক মোঃ মহিউদ্দিন।
বক্তারা তথ্য প্রচারে স্মার্ট কৌশল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম আরও বলেন-উন্নতি প্রযুক্তি মানুষের হাতের মুঠোয় বিশ্বকে এনে দিয়েছে। মানুষ এখন ঘরে বসে সারা বিশ্বের খবরা খবর জানতে পারেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ে কম খরচে নানাবিধ সেবা পাওয়ারও সুযোগ করে দিয়েছেন বর্তমান সরকার। স্মার্ট কৌশল ব্যবহারের ফলে সর্বসাধারণ নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বিশেষ করে গুজব প্রতিরোধে এই কৌশল গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন অনুষ্ঠানে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে স্মার্ট কৌশলের ব্যবহারের প্রাপ্ত তথ্য সমূহ সর্বস্তরের জনতার নিকট পৌঁছানোর আহŸান জানান। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি