বিশ্বনাথে আগুনে পোড়ে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

5

 

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের আধা-পাকা টিনসেডের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০লাখ টাকারও বেশি ক্ষতিসাধন হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়ায় অগ্নিকান্ডে ওই পাঁচ পরিবারের প্রায় ৪০জন সদস্য একেবারেই অসহায় হয়ে পড়েছেন। কেবলমাত্র তাদের পরনের কাপড় ছাড়া বাকি সবকিছুই পুড়ে ছাই হয়েগেছে। শুক্রবার বিকেল পৌনে ৪টারদিকে উপজেলার দৌলতপুর ইউনয়িনের মালিপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়া, ফারুক মিয়া ও তাদের চাচাতো ভাই বকুল মিয়া, নেছার মিয়া ও লয়লুস মিয়া। প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফারুক মিয়া। তাদের দাবি আসবাবপত্রসহ প্রায় ৭৫ থেকে ৮০লাখ টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঝড়বৃস্টির পাশাপাশি সকালে ভ‚মিকম্প দেওয়ায় বিশ^নাথের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুটি নড়ে যায়। এতে পুরো উপজেলা জুড়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিলোনা। এরপর বিকেল পৌনে ৪টারদিকে বিদ্যুৎ লাইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার মালিপাড়া গ্রামের সৌদী প্রবাসী ছুরুক মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নকান্ড শুরু হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা একই বাড়ির পাঁচটি পরাবরের সর্র্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ওসমানীনগরের ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই পাঁচ পবিারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় এমপি মোকাব্বির খান ঘটনাস্থলে পৌঁছে তাদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষনিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। পরবর্তিতে তাদেরকে আরও ৬০ হাজার টাকার ও ২০ বান ঢেউটিন এবং একটি গভির নলকুপ অনুদান দেয়ার আশ্বাস দেন। অন্যদিকে ওইদিন রাতে ক্ষতিগ্রস্ত পাঁচ পরবিারকে একলাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্বনাথের গোয়াহরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাসিন উজ্জামান নুরু।
বিশ্বনাথ থানার এসআই রেদওয়ান বলেন ও ওসমানীনগর ফ্য়াার ব্রিগডের ফায়ারম্যান মো. স্বপন মিয়া বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও জানান তারা।