মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

8

 

স্টাফ রিপোর্টার

সিলেটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদÐ হয়েছে। মো. দিলাল উদ্দিন (২৭) নামের ওই যুবক গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদÐের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন ২৩ জুলাই র‌্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। আদালতে মামলাটির অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।